Wednesday 21 February 2018

কিভাবে সহজে মোবাইলে youtube চেনেল খুলতে হয়!

আজ আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে youtube channel খুলতে হয়।channel খুলতে শুধু একটা ইমেইল আর একটা এন্ড্রুয়েড ফোন লাগবে
                      📱করণীয়📱
মোবাইলে youtune চেনেল খুলতে আপনাকে প্রথমে যেতে হবে youtube apps এ, সেখানে ডুকলে এমন পেজ আসবে...

এখানে লাল দাগ দেয়া অপশনে ক্লিক করবেন তারপর এই রকম পেজ আসবে...
এখানে sign in option এ ক্লিক করবেন।ক্লিক করলে আপনার মোবাইলে সেট করা ইমেইল গুলা শো করবে যে ইমেইল্টা দিয়ে আপনি youtube খুলতে চাল সেটাতে ক্লিক করবেন।ক্লিক করলে youtube home পেজে চলে আসবে আর আপনি নিচের পিকে দাগ দেয়া অপশনে ক্লিক করবেন.। 
 সেখানে ক্লিক করলে নিচের পিকটির মত পেজ আসবে 
 এখানে আপনি my channel এ ক্লিক করবেন..
my channe এ ক্লিক করলে উপরের পিকের মত আসবে।এখানে আপনার ইচ্ছা অনুযায়ী ভাল একটা নাম দিবেন।নাম দিয়ে create channel এ ক্লিক করবেন। এইটাই হবে আপনার চেনেলের নাম।
create channel  এ ক্লিক করলে উপরের মত পেজ ওপেন হবে আপনি দাগ দিয়া setting এ ক্লিক করবেন..


 এখানে আপনার চেনেলে আপনার পিক দিতে পারবেন। চেনেল নাম পরিবর্তন করতে পারেন।এখানে description এ একটা এক লাইনের বাক্য লিখবেন যেমন আমার ছিল learn to success. এখানের privacy গুলা public  রাখবেন।তারপর সেভ করবেন।
          📱ভিডিও আপলোড 📱
ভিডিও আপলোড দিতে নিচের পিকের লাল দাগ দিয়া অপশনে ক্লিক করুন..
 তারপর ভিডিও সিলেক্ট করুন..
এখানে ভিডিও এর title দিন অর্থাৎ যে নাম লিখে সার্চ দিলে ভিডিওটি পাওয়া যাবে তারপর ভিডিওটির নিয়ে একটা বর্ননা লিখুন আপলোড করুন। কাজ শেষ☺
সমস্যা হলে কমেন্ট করুন আর শেয়ার করে অন্যজনকে দেখতে সাহায্য করুন...

No comments:

Post a Comment

skrill account link

click here