Thursday 22 February 2018

কি ভাবে মোবাইলে সহজে ব্লগ খুবেন!!

                   📱বিস্তারিত 📱
অনলাইনে আয়ের সাইট গুলার মধ্যে ব্লগ কেমন বিশ্বাস্ত সাইট তা হয়ত আর বলা লাগে না।আজ আমি দেখাব কি ভাবে মোবাইলে ব্লগ খুলবেন।চলুন দেখে নেয়া যাক...
                      📱কাজ📱
ব্লগ খোলার জন্য মোবাইলের গুগুল ক্রোম apps এ গিয়ে টাইপ করুন www.blogger.com এখানে যাবার পর sign up option এ ক্লিক করুন তারপর আপনার কাছে ইমেইল চাইবে ইমেইল সিলেক্ট করে তার পাসওয়ার্ড দিন। তারপর আপনার কাছে এই রকম একটা পেজ আসবে
এখানে আপনার title এ আপনার ব্লগের নাম দিবেন যেমন আমার ব্লগের নাম online world.তারপর address দিবেন অর্থাৎ যে নাম দিয়ে সার্চ দিলে আপনাকে পাওয়া যাবে। যেমন আমাকে online world দিয়ে সার্চ দিলে পাবেন না আমাকে পেতে হলে onlineworld777.blogspot.com  লিখে সার্চ দিলে আমাকে পাওয়া যাবে। এই নামটা unique. তাই আপনাকে এমন address দিতে হবে যা কারো সাতে মিল নেই।আপনি address লিখলেই অটোমেটিক পাশে লিখা আশবে এই নামে কারো ব্লগ আছে নাকি। না থাকলে this address is not available এমন কিছু একটা লিখা আসবে অর্থাৎ এই নামে কোনো ব্লগ নেই।address এ শুধু অক্ষর আর সংখ্যা দিবেন কোনো স্পেস দিবেন না address  এর শেষে  .blogspot.com দিবেন তা না হলে হবে না।এভাবে এড্রেস ঠিক করে একটা থিম সিলেক্ট করবেন। তারপর create blog এ ক্লিক করবেন। 
তারপর এই রকম পেজ আসবে।
এখানে theme option এ ক্লিক করে theme change করতে পারবেন।setting এ গেলে ইচ্ছে মত setting করতে পারবেন আর পোস্ট করতে হলে উপরে কমলা রঙ এর new post option এ ক্লিক করবেন।একটা পেজ আসবে সেখানে title এ আপনার পোস্ট এর নাম দিবেন অর্থাৎ যে নামে গুগুলে সার্চ দিলে পোস্টটি পাওয়া যাবে তার নিচে আপনার পোস্ট লিখবেন আর পোস্ট করবেন।☺

No comments:

Post a Comment

skrill account link

click here