Sunday 25 February 2018

যেকোনো মোবাইল পানিতে পড়ে গেলে করণীয়!

                     📱বিস্তারিত 📱
অনেক সময় আমাদের ফোন পানিতে পড়ে যায় এতে আমাদের সাধের মোবাইলটিতে অনেক সমস্যা দেখা দেয়। ডিসপ্লেতে পানি ডুলে গেলে হাজার খানেক টাকা দিয়ে ঠিক করতে হয় বা নতুন ডিসপ্লে লাগাতে হয়। তবে মোবাইল পানিতে পাড়ার পর কিছু নিয়ম মেনে কাজ করলে মোবাইলকে সম্পূর্ণ আগের মত করে পাওয়া যায়।চলুন তবে দেখে নেওয়া যাক সেই কাজ গুলা।

♠মোবাইল পানিতে পড়লে তা যত তাড়াতাড়ি সম্ভব পানি থেকে মোবাইল তুলুন। মোবাইল যত বেশি সময় পানিতে থাকবে ততই নষ্ট হবার সম্ভাবনা বাড়বে।চেষ্টা করুন কম সময় পানিতে রাখতে।

♠মোবাইল পানিতে পারলে দ্রুত কাজ করবেন ঠিকি কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করুন।কারন মাথা গরম রেখে কাজ করে কাজ করলে কোনো কাজি সুন্দর ভাবে হয়না।তাই মাথা ঠান্ডা রাখুন।

♠পানিতে থেকে উঠানোর পড় মোবাইলটির কভার বেক পার্ট খুলুন।

♠দ্রুত এর ব্যাটারি খুলবেন এতে মোবাইলে বিদ্যুৎ সর্বরাহ বন্ধ হয়ে যাবে এবং নষ্ট হওয়া থেকে বেচে যাবে।

♠মোবাইলটি নরম কাপড় দিয়ে ভাল করে মুছে ফেলবেন যেন পানি না থাকে।

♠মোবাইলটির স্ক্রিনটি উপরের দিকে রেখে এক হাতে মোবাইল ধরে অন্য হাতের উপর বাড়ি দিন যাতে পানি গুলা নিচে পারে যায়।

♠মোবাইলের ভিতরের দিকে ফু দিবেন না এতে পানি ভিতরে ডুকে জেতে পারে।

♠ভ্যাকুম ক্লিনার ব্যবহার করতে পারেন যদি থাকে এটি মোবাইলের ভিতরে ডুকে যাওয়া পানি বের করে অনতে অনেক উপকারি।

♠তবে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না এতে পানি ভিতরে ডুকে জেতে পারে।আর পানি ফুকলে ক্ষতি আপনার।

♠ভ্যাকুম ক্লিনার না থাকলে মোবাইলের স্পিকারের উপর মুখ দিন তারপর জরে বাহিরের দিকে টানুন এতে পানি বাহির চলে আসনে।আর তা ফেলে দিন।ঠিক সেই ভাবে টানবেন পাইপে পানি না আসলে মুখ দিয়ে যে ভাবে টানে।

♠পানি সরানোর পর মোবাইলটি রোদে দিন অথাব ঘরের লাইটির ঠিক উপরে রাখুন আর লাইট জালিয়ে দিন।তবে মোবাইল্টি এমন ভাবে রাখবেন যনে লাইটের আলো মোবাইলের পিছনে পড়ে ।

 ♠ঘন্টা খানের রাখবেন মোবাইল গরম হলে বুঝা যাবে যে পানি শুকাই গেছে তখন মোবাইল অন করবেন।

1 comment:

  1. জেনে নিন টেলিটকের কম খরচে সকল ...

    ReplyDelete

skrill account link

click here