Friday 23 February 2018

জেনে নিন আপনার আইডিতে কয়টি সিম নিবন্ধিত হয়েছে

                     📱বিস্তারিত📱
আমাদের সিম রেজিস্ট্রেশন নিয়ে কতই না ভেজাল করতে হয়েছে। কতই না আমাদের মনে সন্ধেহ ছিল কি হবে না কি হবে।তবে একটি নিউজ আমাদের মধ্যে ঘুম কেড়ে নেয় যে আমাদের NID CARD দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। তবে আপনাদের মাঝে নিয়ে এসেছি সেই কোড যা দিয়ে আপনি জানতে পারবেন আপনার আইডি কার্ড দিয়ে কইটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে।
গ্রামীণফোন সিমে info লিখে মেসেজ  করুন ৪৯৪৯ নাম্বারে। 
বাংলালিংক সিমে *১৬০০*২# নম্বরে ডায়াল করুন।
রবি সিমে *১৬০০*৩# নম্বরে ডায়াল করুন।
এয়ারটেল সিমে ডায়াল করুন *১২১*৪৪৪৪# নম্বরে। 
খুবি গুরুত্বপূর্ণ এই কোড। কারন আপনার সিম দিয়ে যদি অন্য কেউ তার সিম রেজিস্ট্রেশন করে আর সেই সিম দিয়ে যদি অপরাধ মূলক কাজ করে তাইলে এতে আপনি সমস্যায় পড়বেন তাই সময় থাকতেই সচেতন হউন।

No comments:

Post a Comment

skrill account link

click here