Friday 23 February 2018

মেমোরি কার্ড ঠিক করার উপায়

                 📱 বিস্তারিত 📱
মেমোরি আমাদের কত দরকারি একটা জিনিস আমরা প্রতিনিয়ত এই ছোট মেমোরির উপর নির্ভর হয়ে পড়ছি। কারন আমাদের প্রয়োজনীয় ফাইল দিন দিন বাড়ছে আর এই কথা চিন্তা করে বাজারে আসছে 4gb, 8gb, 16gb,32gb, 64gb memory তা সব গুলাই আমাদের চাহিদা পুরনের জন্য তবে সিস্টেম যেহেতু আছে সমস্যা থাকবে না তাকি হয়?বিভিন্ন সময় দেখা দেয় বিভিন্ন সমস্যা অনেক সময় মেমোরি নষ্ট হয়ে যায় আবার কখোনো মেমোরিতে ফাইল থাকে কিন্তু কাজ করা যায় না আর আমাদের মনে হয় মেমোরি নষ্ট হয়ে গেছে তবে না নষ্ট  হয়নি তা আবার ঠিক করা যাবে তাইলে দেখে নিয়া যাক::
                       📱করনীয়📱 📱
 প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run as administrator নির্বাচন করে সেটি খুলুন। কমান্ড প্রম্পট চালু হলে এখানেchkdskmr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যে টি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।এখানেconvertlostchainsto filesবার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদিinvalid filesystemদেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করেFormat-এ ক্লিক করুন।File systemথেকেFATনির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।

1 comment:

  1. Disk ar kaj suru hola e mamory card harai jassa aitar jonno ki korbo

    ReplyDelete

skrill account link

click here