Friday 16 February 2018

কিভাবে সহজে payza verified account খুলতে হয়!!

বন্ধুরা আমাদের প্রায় সময় অনলাইন account দরকার হয় বিশেষ করে যারা অনলাইনে কাজ করি।আজ আমি আপনাদের দেখাব কি ভাবে খুব সহজে payza account খুলতে হয়।                                            করণীয়
payza account খুলতে ২টা জিনিষ লাগবে 
            ১ ভোটার আইডি কার্ড 
           ২ যার ভোটার কার্ড তার ছবি
এই গুলা নিয়ে টাইন করুন payza.com তারপর signup option এ ক্লিক করুন.
               


পিকে লাল দাগ দিয়া personal account এ ক্লিক করুন...
তারপর এই রকম একটি পেজ আসবে সেখানে সব খালি ঘর গুলা ভোটার আইডি কাড অনুযায়ী পুরন করুন।দেশ বাংলাদেশ, salutation ছেলে হলে mr. দিবেন মেয়ে হলে mrs বা ms দিবেন 1sr name আর last name card অনুযায়ী দিবেন।কারন কাডের সাতে না মিললে ভেরিফাই হবে না।I agree তে  ক্লিক কিরবেন।সব দিয়ে ওকে ক্লিক করলে আইডি ওপেন হবে আর এমন পেজ আসবে...

এখানে complite profile set up এ ক্লিক করবেন একটা পেজ আসলে সেটা ওকে করবেন তারপর এমন পেজ আসবে...

এখানে প্রথম অপশনে other দিবেন আর দ্বিতীয় অপশনে job দিবেন student then next এ ক্লিক করলে এমন পেজ আসবে
এই পেজ আসলে আপনি NID card এর পিছনে লিখা address টা এখানে লিখে দিবেন প্রথম অপশনে তবে সিটি লিখবেন না। সিটি লিখবেন দ্বিতীয় অপশনে যেমন কুমিল্লা বা ফেনী।তারপরের অপশনেও সিটি লিখবেন।পোস্ট কোড পাবেন আপনার NID card এর পিছনে ডাকঘরের সাথে।সেখানে ৪ অক্ষরের কোড পাবেন তা লিখে দিবেন।তারপর সেভ করবেন..
তারপর এ রকম পেজ আসবে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে সেভ করবেন

তারপর এরকম পেজ আসবে। এইখানে একটা প্রশ্ন পছন্দ করে তার উত্তর দিবেন। আপনি কখনো পাসওয়ার্ড ভুলে গেলে এইটা আপনাকে হেল্প করবে।ঠিক জন্ম তারিখ দিবেন ইচ্ছে মত পিন দিবেন এইটা আপনার পিন দেন ওকে করবেন।আপনার account হয়ে যাবে। তারপর ভেরিফাই কএতে নিচের দাগ গিয়ে পিকটি ফলো করুন
verify your account এখানে ক্লিক করলে...
document নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করলে...
এই পেজ আসবে সেখানে দেখে নিবেন যে আপনার দেয়া তথ্য গুলা ঠিক আছে নাকি ঠিক থাকলে ওকে করলে নিচের পিকটি আসবে..
এখানে national id card select করবেন।document number বক্সে আপনার NID card এর সামনে ৮-১০ ডিজিটের নাম্বার আছে ওইটা দিবেন। তারপর প্রথম বক্সে আপনার NID card er সামনের অংশ পরর বক্সে পিছনের অংশ তারপরের বক্সে NID card যার তার ছবি দিবেন তারপর ওকে দিবেন।আপনার সব যদি ঠিক তাহলে কিছুদিনের মধ্যেই ইমেইল করে জানানো হবে verification successful.আপনার NID card না থাকলে পরিবারের কারো card নিয়ে করতে পারবেন তবে যার card নিবেন তার ছবি লাগবে আর card অনুযায়ী নাম ঠিকানা দিবেন।
কোনো সমস্যা হলে কমেন্ট করুন আর শেয়ার করে অন্যকে দেখতে সাহায্য করুন।
☺ধন্যবাদ 

No comments:

Post a Comment

skrill account link

click here