Sunday 25 February 2018

আপনার স্মার্ট ফোনে চার্জ থাকে না??সমাধান নিন

                    📱বিস্তারিত 📱
এন্ড্রয়েড ফোনের সমস্যা গুলোর মধ্যে একটি বড় সমস্যা মোবাইলে চার্জ না থাকা। এমনো ফোন আছে যেগুলো দিনে ২ঘটাও চার্জ থাকে না কারন মোবাইল যেভাবে দিন দিন আপডেট হচ্ছে ছোট মোবাইলে নতুন নতুন ফিচার এড করা, রেম বাড়ানো হচ্ছে, ডিসপ্লে বড় করা হচ্ছে সেভাবে ব্যাটারি আপডেট করা হচ্ছে না তাই এত সমস্যা তবে কিছু টিপস মেনে চললে আপনি দুর্বল ব্যাটারি থেকেও ভাল সার্ভিস পেতে পারেন তবে দেখে নেয়া যাক সে টিপস গুলা।

♠মোবাইলে চার্জ ভলে যাবার সবচেয়ে বড় কারন ৩টি -১:ভিডিও দেখা ২:গেম খেলা ৩: ডাটা কানেকশন অন রাখা।

♠তাই মোবাইলে ডাটা কানেকশন ওপেন করা কমিয়ে ফেলুন। যতটা যম্ভব wifi ব্যবহার করুন ।  wifi চার্জ কম টানে আর ডাটা কানেকশন অন করলে আপনি মোবাইল ব্যবহার না করলেও চার্জ টানবে।

♠ভিডিও দেখবেন তবে আমরা অনেকে আছি যারা ভিডিও গান বার বার দেখি। আমার মতে ভিডিও গান বার বার না দেখে সেটির অডিও গান ডাউনলোড করে শুনুন। অডিও চার্জ কম টাণে।

♠উন্নত মানের অর্থাৎ বড় গেম গুলা চার্জ বেশি টানে তাই সে গুলো কম খেলুন।

♠মোবাইলে আলো কমিয়ে রাখুন।আমরা অনেকেই আলো বাড়িয়ে রাখি। এই আলো রাখলে চার্জ বেশি টানে তাই কমিয়ে রাখুন।

♠live walpaper বেশি চার্জ টানে তাই এই গুলা ব্যবহার করবেন না।

♠মোবাইল চার্জে রেখে ব্যবহার করলে ব্যাটারির উপর খারাপ প্রভাব পড়ে তাও চার্জে রেখে কাজ করবেন না।

♠চার্জ ১০০% হবার পরো আমরা অনেকেই মোবাইলে চার্জে লাগিয়ে রাখি যা ব্যাটারির মেয়াদ কমিয়ে দেয়

♠চার্জ ২৫% এ নেমে গেলে তা চার্জ দিন।

♠অযথা wifi bluetooth on রাখবেন না তা ক্ষতিকর।যা আমরা অনেকেই অসাবধানতা বসত রাখি তাই এইটা থেকে বিরত থাকুন।

No comments:

Post a Comment

skrill account link

click here