Saturday 24 February 2018

এন্ড্রয়েড ফোন ভাল রাখার উপায়

                  📱বিস্তারিত📱
১-কিছুদিন পর পর apps গুলা চেক করুন।কারন  মোবাইলে অনেক পুরন apps থেকে যায় যা আমাদের মোবাইলদের ক্ষতি করে। apps update না করলে মোবাইলের ক্ষতি বা স্লো হয় যায় তাই নিয়মিত আপডেট করুম।দরকারহীন apps ডিলিট করুন।

২-মোবাইলটি সময়ে সময়ে restart করুন।এতে অনেক সমস্যা দূর হয়ে যাবে।পাওয়ার বাটনে ক্লিক করলে রিস্টার্ট বাটন পাবেন।

৩-মোবাইলে আমরা অনেক সময় কাজ করে wifi, bluetooth, data on করে রাখি যা আমাদের মোবাইলের ক্ষতি করে থাকে তাই কাজ শেষে এই গুলা বন্ধ করে রাখুন।

৪-একটানা মোবাইল ব্যবহার করলে মোবাইল গরম হয়ে যায় তাই গরম হলে মোবাইল চালানো বন্ধ রাখুব

৫-ব্যাটারি থেকে ভাল সাপ্লাই পেতে ব্রাইট নেস কমিয়ে রাখুন

৬-ব্যাটারির কার্যক্ষমতা বাড়ানোর জন্য অনেক apps পাওয়া যায় তা ব্যবহার করুন।

৭-লাইভ ওয়ালপেপার ব্যবহার না করাই ভাল কারন তা খুব চার্জ টানে।

৮-মোবাইল নিওমিত রিফ্রেশ করুন। হিস্টরি ডিলিট করুন।

৯- মোবাইল রোধ ও পানি থেকে দূরে রাখুন।

No comments:

Post a Comment

skrill account link

click here