Friday 23 February 2018

আউটসোর্সিং করে আয়- freelancer.com

                 📱বিস্তারিত📱
অনলাইনে আয়ের খুবি ভাল সাইট হচ্ছে freelancer.com।এখানে আপনি ভাল কাজ পাবেন যদি আপনি ভাল কাজ পারেন।তবে আপনি ভাল আয় করতে পারবেন। বিশ্বে ভাল সাইটের মধ্যে এই সাইট রয়েছে।তাই আপনাদের জন্য এটি ভাল একটি সাইট।আপনি এখান থেকে আয় করতে পারবেন তবে কোনো প্রতারনা ছারাই। আপনি এখানে কাজ করে আপনার জীবন কেও পরিবর্তন করতে পারবেন তবে সেটা ভিত্তি করবে আপনার কাজের উপর আপনি কাজ জানলে এখান থেকে কাজ নিয়ে পারবেন না আজ নিয়ে বায়ারের চাহিদা অনুযায়ী কাজ করতে পারলে আপনার রেংক বাড়বে তখন প্রতিদিন কাজ পাওয়া কোনো বেপার হবে না।
            📱যা যা লাগবে📱
এই সাইটে কাজ করার জন্য আপনার একটি কম্পিউটার বা লেপ্টপ লাগবে আর লাগবে আপনার কাজের দক্ষতা।কাজের দক্ষতা ভাল থাকলে ভাল কাজ পাবেন এতে ভাল আয় হবে। সেই আয় আপনি ঘরে বসে করতে পারবেন।আপনার কাজের প্রতি ভাল skill থাকলে আপনাকে কেউ ধরে রাখতে পারবে না।এখান অহরহ কাজ আছে তা সব জানার কোনো দরকার নাই শুধু একটি কাজ ভাল করে জানলেই হবে
             📱freelancer id📱
কাজ পারলে বা কাজ শিখে আপনাকে freelancer id খুলতে হবে। আইডি খোলার সময় আপনাকে আপনার skill সিলেক্ট করতে হবে মানি আপনি কোন কাজ গুলা ভাল পারেন সেটা।আর আপনি সেই ভাল পারা কাজ গুলাই পাবেন।freelancer id খুলতে শুধু ইমেইল আইডি লাগে। তবে আইডি খোলা নিয়ে না ভেবে কোনো প্রতিষ্ঠান থেকে কাজ শিখুন।কাজ শিখলে আইডি খোলা কিছুই না আর কাজ না শিখলে বা না জানলে কাজ পাবেন না তাই আমার পরামর্ষ আগে কাজ শিখুন
ব্রাউজারে গিয়ে টাইপ করুন freelancer.com তারপর এই রকম পেজ আসবে। এখানে I want to work এ ক্লিক করবেন...

তারপর এই রকম পেজ আসবে এখানে আপনার ইমেইল দিবেম নিক নেম দিবেন তারপর পাসওয়ার্ড দিয়ে start এ ক্লিক করবেন তারপর একটা পেজ আসবে সেখানে আপনার কি কি কাজে skill আছে  সেগুলা লিখবে। আইডি খোলা কমপ্লিট 

               📱কাজের ধরণ📱
এখানে অনেক ধরনের কাজ পাবেন যেমন data entry,editing,translation,blog, photo editing, video editing, exel, blog writing, seo,graphic design,blog design,  background change আরো অনেক ধরনের কাজ আছে যা আপনি করতে পারবেন আর তার জন্য আগে কাজ শিখতে হবে।তাই কাজ শিখুন আর আয় করুন।আপনি যদি freelancer দিয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান তবে আপনাকে কাজ জানতে হবে।মানুষের সব কিছু আয়ত্ত করা সম্ভব না তাই এখানে জত কাজ আছে তা সব পারা দরকার নাই সব শিখা দরকার নাই। আপনি এখান থেকে একটা কাজ বেছে নিন জেটা আপনি ভাল পারেন বা না পারলেও সেটা শিখেই আয় করতে চান তারপর সেই কাজ দিয়েই শুরু করুন
কোনো সমস্যা হলে কমেন্ট করুন আর শেয়ার করে অন্যকে দেখতে সাহায্য করুন..

No comments:

Post a Comment

skrill account link

click here