Monday 26 February 2018

আপনার ফোন তাড়াতাড়ি নষ্ট হবার কারন

                    বিস্তারিত
যা কিছু হয় তা হবার পিছনে নির্দিষ্ট কিছু কারন আছে। আমাদের স্মার্ট ফোন তাড়াতাড়ি নষ্ট হবারো কিছু কারন আছে বা আশানুরূপ সার্ভিস না পাওয়ার কিছু কারন আছে। চলুন দেখে নেয়া যাক আমাদের ফোন নষ্ট হবার কারন।

♠ফোনে চার্জ দিয়ার সময় কাজ করলে বা ফোন দিয়ে কথা বললে।আমরা অনেকেই আছি যারা ফোনে চার্জ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারি না তাই চার্জে রেখেই ব্যবহার করি যা মোবাইলের ক্ষেত্রে ক্ষতিকর।
♠ফোনে চার্জ ফুল হবার পরো চার্জে লাগিয়ে রাখা।অনেকে আছি যারা মোবাইল চার্জ হবার পরো চার্জ দেই বা চার্জে রেখেই ঘুমিয়ে যাই যা মোবাইলের ব্যাটারির জন্য ক্ষতিকর।

♠মোবাইল গরম হবার পরো এটাকে ব্যবহার করা।এতে মোবাইলের কার্যক্ষমতা কমে যায়।আমাদের অনেকের এই অভ্যাস আছে যারা মোবাইল গরম হবার পরো অনবরত ব্যবহার করে  যা মোবাইলের জন্য ক্ষতি কর।

♠ছোট র‍্যামের মোবাইলে বড় এপ্লিকেশন বা এপ্স ব্যবহার করা।এতে মোবাইলে হ্যাং করে। হ্যাং সমস্যা থেকে অনেক সমস্যা দেখা দেয়।

♠ফোন মেমরি সবসময় ফুল রাখা।আমাদের ফোন মেমোরি খালি রাখা উচিদ।ফোন মেমোরি ফুল রাখলে মোবাইল দ্রুত কাজ করে না

♠অল্প রেমের মোবাইলে ভারী থিম ব্যবহার করা।এতে মোবাইল বেশি হ্যাং করে।তাছাড়া আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।

♠মোবাইলের ভাইরাস নিওমিত ডিলিট না করলে।ভাইরাস মোবাইল ক্ষতির বড় কারন।তাই ভাইরাস ডিলিট এর জন্য ভাল এপ্স ব্যবহার করতে পারেন।

2 comments:

  1. আমার ইন্টারন্যাম মেমরি খালি খালি ফুল হয়ে যায়। এখন আমার কি করনীয়? প্লিজ জানাবেন ভাই। রিষ্টোর করেও কোন সমাধান হচ্ছেনা।

    ReplyDelete

skrill account link

click here