Sunday 25 February 2018

মোবাইলের হ্যাং সমস্যা সমাধান!

                     📱বিস্তারিত 📱
আমাদের মোবাইলে প্রায় সময় হ্যাং সমস্যা দেখা দেয় আর এই সমস্যার রয়েছে শুধু শুধু হয় না এর জন্য কিছু কারন রয়েছে চলুন দেখে নেয়া যাক

মোবাইল হ্যাং এর কারন:

১♠>একসাথে অনেকগুলো apps ব্যবহার করলে।আমাদের মোবাইলের জায়গা সিমীত কিন্তু আমরা আনলিমিটেড এপ্স নিতে চাই আর তা নেয়ার ফলে মেমোরি লোড হয়ে যায় এতে হ্যাং করা শুরু করে।

২♠>ফোন মেমোরি ফুল হয়ে গেলে।ফোন মেমোরিতে আমরা অনেক কিছু রাখি আর তা যখন লোড হয়ে যায় তখন হ্যাং করে।

৩♠>SD card  একেবারে পূর্ণ হয়ে গেলে।মোবাইল হ্যাং করার ক্ষেত্রে এসডি কার্ড অনেক সময় ভুমিকা রাখে বিশেষ করে যখন এইটা ফুল হয়ে যায়।

৪♠>ফোম মেমোরিতে বেশি সংখ্যক অ্যাপলিকেশন বা গেম ইন্সটল করা হলে।

৫♠>অনেক বেশি অ্যাপলিকেশন ইন্সটল করলে।

৬♠>কম র‍্যাম মোবাইলে  বড় আকারের অ্যাপলিকেশন চালালে করলে।

৭♠>বড় সাইজের থিম ব্যবহার করলে।

৮♠>স্মার্টফোনের অ্যানিমেশনের বাড়িয়ে দিলে।
হ্যাং সমস্যা সমাধান

১♠>মোবাইলে অপ্রয়োজনীয় apps, ফাইল ডিলিট করে দিন।আমরা অনেকেই এই কাজটা করি। অপ্রয়োজনীয় এপ্স বা ফাইল রেখে দেই যা মেমোরির জায়গা নিয়ে ফেলে আর মেমোরি ফুল হয়ে গেলে হ্যাং করে তাই ডিলিট করুন।

২♠>যতটা যম্ভব ফোম মেমোরি খালি রাখুন।মোবাইল হ্যাং করার অন্যতম কারন ফোন মেমোরি লোড তাই ফোন মেমোরি খালি রাখাল চেষ্টা করুন।

৩♠>র‍্যাম কম হলে মোবাইলে বড়  থিম ব্যবহার করবেন না।আমাদের মোবাইলের রেম কম হোক বা বেশি আমরা সবাই উন্নত বা বড় বড় থিম এপ্স ব্যবহার করতে চাই কিন্তু যখন কম রেম মোবাইলে ব্যবহার করি তখন সমস্যা দেখা দেয়।

৪♠>অনেক বড় সাইজের গেম ইন্সটল করলেই সমস্যা দেখা দেয় সেগুলা রাখবেন না।গেম এর ক্ষেত্রে একই কথা। থিম বা গেম যত বড় হবে ততই হ্যাং হবার সম্ভাবনা বাড়বে।

৫♠>যে সব apps ইন্সটল করলে মোবাইল স্লো বা প্রবলেম দেখা দেয় সে সব apps ডিলার করে দিন।

৬♠>পারলে SD card এ apps ইন্সটল করুন।অনেকের মোবাইলে ইপ্স এসডি কার্ডে ইন্সটল করা যায় তাই করা গেলে তাই করুন।

৭♠>বড় apps ব্যবহার না করে এর বিকল্প ছোট  app ব্যবহার করুন যেমন Facebook app এর বদলে Facebook lite ব্যবহার করুন তেমনি messenger lite ব্যবহার করতে পারেন।

৮♠>যতটা সম্ভব কম ব্যবহার করুন।যেমন আমরা একটানা অনেক্ষন গেম খেলি বা নেট ব্যবহার করি তা থেকে বিরত থাকুন।


1 comment:

skrill account link

click here