Monday 19 February 2018

কি ভাবে সহজে perfect money account খুলতে হয়।verified or non verified

                  📱বিস্তারিত 📱
বন্ধুরা আজ আমি দেখাব কি ভাবে perfect money account খুলতে হয় খুব সহজে আর এটার ভাল দিগ হচ্ছে এইটা  ভেরিফাই না করেও ডলার ট্রান্সফার করা যায় তবে ভেরিফাই করলে ভেট একটু কম কাটে।চলুন দেখে নেয়া যাক
একটা perfect money account খুলতে পোস্টের নিচে দিয়া লিংকে ক্লিক করুন। সেই লিংকে ক্লিক করলে কোন ঝামেলা ছাড়াই আপনাকে register option এ নিয়ে যানে সেখানে এমন একটা পেজ আসবে...

আপনি যদি কখনো account ভেরিয়াই করতে চান তাইলে সব তথ্য ঠিক দিবেন। ভোটার কাড অনুযায়ী। এইটা ভেরিফাই করতে ভোটার কাড আর ইলেক্ট্রিক বিলের কপি লাগে কারন সেই কপিতে আপনার এড্রেস লিখা থাকে তেই এড্রেস ভেরিফাই করতে সেটা লাগে।এখানে account name এ আপনার নাম, তারপর আপনার পুরো নাম,সিটি,এড্রেস, যে দেশে থাকেন সে দেশ, জিপ কোড ভোটার কাডের পিছনে পাবেন সেই কোড দিবেন ইমেইল দিবেন আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে I agree তে ক্লিক করে register এ ক্লিক করবেন।ক্লিক করার সাথে সাথে আপনার ইমেইলে একটা মেইল যাবে সেখানে একটা member id পাবেন সেটা মনে রাখতে হবে বা কোথাও লিখে রাখতে হবে কারন log in করার সময় member id আর password দিয়ে log in করতে হয়।আর হঠাত কখনো log in করলে এমন পেজ আসবে আর একটা কোড চাইবে যা আপনাকে ইমেইল করে দেয়া হবে।
ইমেলের কোডটা এখানে দিলে account খুলবে।

এইটা হচ্ছে আপনার টাকা ট্রান্সফার কোড কোন সাইট থেকে টাকা ট্রান্সফার করতে হলে সেই সাইটে এক কোড দিয়ে হবে আর যদি ভেরিফাই করতে চান তাইলে setting এ গিয়ে এমন একটা পেজ পাবেন


প্রথমে verification manegment এ ক্লিক করবেন তারপর name verify এ আপনার ভোটার আইডি কার্ডের সামনের অংশটা ছবি তুলে দিবেন address verify তে বিলের ছবি তুলে দিবেন। ১-২ দিনের মধ্যে আপনাকে ইমেইল করে জানানো হবে successful হয়েছেন নাকি।
কোনো সমস্যা হলে কমেন্ট করুন আর শেয়ার করে অন্যকে দেখতে সাহায্য করুন..


এখানে ক্লিক করলে আপনাকে perfect money account এ নিয়ে যাওয়া হবে

2 comments:

skrill account link

click here