Monday 26 February 2018

মোবাইলে চার্জ তাড়াতাড়ি না হবার কারন!

                       বিস্তারিত 
আমাদের মোবাইলের একটা বড় সমস্যা মোবাইলে দ্রুত চার্জ না হওয়া। অনেক সময় লাগে চার্জ হতে তবে এর কারন রয়েছে চলুন তবে দেখে নেয়া যাক

♠সবচেয়ে বড় কারন বাজে চার্জার বা ২ নাম্বার চার্জার ব্যবহার করা।আমরা অনেকেই টাকা বাচানোর জন্য কম দামি চার্জার ব্যবহার করি যা চার্জ আস্তে হবার বড় কারন

♠আমরা অনেকে মোবাইল চার্জে রেখে কাজ করি বা ফোনে কথা বলি এতে চার্জ দ্রুত হতে পারে না

♠চার্জের সময় কোনো এপ ওপেন করে রাখলে।আমরা অনেক সময় অনেক এপ রানিংয়ে রেখেই চার্জ দেই যার ফলে চার্জ দ্রুত হতে পারে না।

♠চার্জের সময় কানেক্টিভিটি অন রাখা। আমরা অনেক সময় wifi, bluetooth, gps or data অফ করতে ভুলে যাই আর মোবাইল চার্জে লাগাই দেই কিন্তু এর কারনে চার্জে ব্যাঘাত ঘটে

♠আমরা অনেকেই চার্জের জন্য এডাপ্টার ব্যবহার করি যার করানে মোবাইলের চার্জ দ্রুত হতে পারে না।তাই আমাদের এইটি এড়িয়ে চলা উচিৎ।

♠দুর্বল ব্যাটারি । ব্যাটারি দুর্বল হলে চারতজ হতে সময় লাগে।আমাদের অনেকের মোবাইলে এই সমস্যা আছে হয়ত আমরা যানি না তাই এটি খেয়াল করা উচিৎ

♠ইউএসবি পোর্টের সমস্যা। অনেক সময় ইউএসবি পোর্টের সমস্যা থাকে যার কারনে মোবাইলে তেমন চার্জ হয় না। তাই এটি হলে মোবাইল মিত্রিকে দেখনো উচিৎ

No comments:

Post a Comment

skrill account link

click here