Saturday 24 February 2018

ফেসবুক হ্যাক হলে বা পাসওয়ার্ড ভুলে গেলে যেভাবে id ফিরে পাবেন!

                    📱বিস্তারিত 📱
অনেক সময় আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই বা হ্যাক হয়ে গেলে আমরা আর ফেসবুকে ডুকতে পারি না তবে আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি এর সমাধান।নিচে লিখস উপায়টি ফলো করলেই id পেয়ে যাবেন:
উপায়:
এই পদ্ধতি ফলো করতে হলে আপনার সেই ফেসবুক আইডিতে সেট করা ইমেইল বা মোবাইল নাম্বারটি আপনার কাছে রাখতে হবে বা অন্য কার কাছে থাকলে তাকে কল দিয়ে যানিয়ে দিতে হবে যে সেই ইমেইল বা সিমে একটা মেসেজ যাবে আর সেই মেসেজে একটা কোড লিখা থাকবে তা বলতে তারপর log in অপশনে যান ইমেইল/ফোন আর পাসওয়ার্ড দিন তারপর log in এ ক্লিক করুন।এই রকম একটা পেজ আসবে

 প্রথম পিকে লাল দাগ দিয়ে forgotten password এ ক্লিক করুন।তারপর দ্বিতীয় পিকের মত পেজ আসবে।এখানে একটা কোড পাঠানোর জন্য আপনাকে ইমেইল বা ফোন নাম্বার যে কোনো একটা সিলেক্ট করতে হবে।আপনি সেটাই সিলেক্ট করবেন যেটাতে কোড গেলে সেটা নিয়ে পারবেন। send code via select করার পর continue click করলে একটা মেসেজ যাবে যদি sms সিলেক্ট করেন তাহলে সিমে একটা কোড যাবে সাথে সাথে আরেকটা পেজ ওপেন হবে সেখানে খালি বক্সে কোডটি দিবেন।তারপর continue  ক্লিক করলে আপনার থেকে নতুন পাসওয়ার্ড চাইবে ফেবুকের জন্য। পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলেই ফেসবুক খুলে যাবে।

No comments:

Post a Comment

skrill account link

click here