Sunday 25 February 2018

মোবাইলের ভাইরাস সমস্যা সমাধান!!

                   📱বিস্তারিত 📱
আমাদের এন্ড্রয়েড মোবাইলের ভাইরাস সমস্যা একটি বড় সমস্যা। আমাদের প্রতিনিয়ত এই সমস্যা পড়তে হয়। ভাইরাসের কারনে মোবাইল হ্যাং করে অনেক সময় ফাইল মেমোরিতে থাকলে ও তা ব্যবহার করা যায় না।তবে এই সমস্যা থেকে রেহাই পাবার উপায় আছে আর তা হল:

♠যে এপ্স গুলার সম্পর্কে যানেন তা ডাউনলোড করবেন না।অনেক apps আছে যা মোবাইলের জন্য ক্ষতিকর ।আর অনেক সময় আমরা সেই এপ্স মোবাইলে ইন্সটল করে রাখি তাই না যানা এপ্স মোবাইলে রাখা উচিত না।

♠প্লে স্টর ছাড়া অন্যান্য এপ স্টোর থেকে এপ্স না নিয়াই ভাল।কারন প্লে স্টোরে ক্ষতিকর এপ্স থাকে না।আর অন্যান্য এপ স্টোরে মোবাইলের জন্য ক্ষতিকর এপ্স থাকে।

♠মোবাইলের bluetooth অযথা অন রাখবেন না বা wifi অন রাখবেন না। আমরা অনেকেই অন করে রাখি যার মাধ্যমে ভাইরাস আসতে পারে।

♠ভাল antivirus এপ রাখতে পারেন। এই এপ্স গুলা ভাইরাস কাটার জন্য ভাল কাজ করে। মোবাইলে নিয়ে তা ব্যবহার করবেন।

♠মোবাইল মাঝে মাঝে রিস্টার্ট করুন এতে অনেক ছোট ছোট সমস্যা কেটে যায়।

♠কেউ কোনো লিংক দিলে তাতে অযথা ক্লিক করবেন না।অনেকে লিংক দিয়ে বলে এখানে ক্লিক করলে এই হবে বা ক্লিক করলেই চমক ইত্যাদি বলে তা এড়িয়ে চলুন।

♠নিজের মোবাইল অন্যকে ঘাটতে না দেওয়াই ভাল। অনেকে না জেনেও মোবাইল নিয়ে অযথা টিপাটিপি করে এতে অনেক সমস্যা দেখা দিতে পারে।

♠মোবাইলে ভাইরাসের বেশি সমস্যা হলে রিসেট করতে পারেন এতে অনেক সমস্যা সমস্যা সমাধান হবে সাথে ভাইরাস।

No comments:

Post a Comment

skrill account link

click here