Monday 26 February 2018

চায়না মোবাইল চেনার উপায়

                        বিস্তারিত
আমরা অনেকেই চায়না মোবাইলের উপর বিরক্ত কারন তাদের মোবাইলে খারাপ সার্ভিস এর জন্য।তাই আমরা সবসময় চাই এই মোবাইল থেকে দূরে থাকতে।আজ বলব কি ভাবে এই মোবাইল চিনবেন

♠  মোবাইলের লাউড স্পিকারের সাউন্ড অনেক বেশি হবে।আমরা সবাই মোবাইল ব্যবহার করি অনেকে মোবাইল ধরলেই বুঝতে পারি মোবাইল কেমন।যাই হোক আমরা সবাই সাউন্ড এর পার্থক্য বুঝতে পারি। চায়না মোবাইলে সাউন্ড অন্যান্য মোবাইল এর তুলনায় অনেক বেশি হবে।

♠মোবাইলে চার্জ দ্রুত চলে যাবে।ভাল চার্জার হলেও ভাল মোবাইল চার্জ হতে একটু সময় নেয় কিন্তু  চায়না মোবাইলে চার্জ খুব দ্রুত হয়।

♠মোবাইল তুলনামূলক ভাবে হালকা হবে।অন্যায় সেট ভারি হয় কিন্তু চায়না সেট একেবারে হালকা হয়।

♠কেমেরা ঘোলা হবে।একে বারে সামনের জিনিসটাও কেমেরায় ঘোলা আসবে।

♠স্পিকারের সাউন্ড ফাটা ফাটা হবে।

♠অল্পতেই হরম হয়ে যাবে।

♠মোবাইলে সবকিছু থাকবে যেমন Facebook, youtube, imo, tv কিন্তু ভাল করে কাজ করা যাবে না

♠কিছু হলেই মোবাইল বন্ধ হয়ে যাবে

♠ কিছুদিন পর পর মেকানিক এর কাছে নিতে হবে।

No comments:

Post a Comment

skrill account link

click here