Tuesday 27 February 2018

কিভাবে upwork account আপডেট করবেন!part 2.

                         বিস্তারিত 

বন্ধুরা এখন আমি দেখাব কিভাবে upwork account update করবেন:-

আপনার  upwork account update করতে account এর হোমে যান।হোমে গেলে এই রকম পেজ পাবেন...

 এখানে create my profile এ ক্লিক করুন...
তারপর এই রকম পেজ আসবে এখানে portrait -এখানে আপনার ভাল একটা ছবি দিবেন।
professional title -আপনি কি কাজ করেন তা দিবেন মানে আউটসোর্সিং জগতে কি কাজ করেন সেটা সেমন আপনি graphic design করতে পারলে গ্রাফিক ডিজাইনার লিকবেন
overview-এখানে দিবেন আপনার কি কি দক্ষতা আছে, কোন সাইটে আগে কাজ করেছেন কত দিন করেছেন ইত্যাদি এর বর্ননা দিবেন 
skill অপশনে আপনি কোন কোন কাজ ভাল পারেন তা লিখবেন
English অপশনে আপনি কতটুকু ইংলিশ জানেন তা দিবেন
other language অপশনে দিবেন আপনি ইংলিশ ছাড়া আর কোনো ভাষা পারেন নাকি।তারপরের অপশনে দিবেন আপনি সাপ্তাহে কত সময় এখানে কাজ করতে পারবেন সব দিয়ে save and continue তে ক্লিক করে দিবেন

তারপর এই রকম পেজ আসবে এখানে employment history তে আগে কোথাও কাজ করলে সেটা লিখবেন। তারপর add education এ কতটুকু পড়েছেন তা লিখবেন।add certification এ শো করবেন যদি আপনার কোনো সার্টিফিকেট থাকি কাজের দক্ষতার না দিলে কিছু হবে না।শেষের অপশনটাতে আপনার কাজের কিছু sample দেখাতে হবে।। এইটা অপশনাল তবে দিলে আপনার ভাল এতে কাজ পাওয়া সহজ হয়  save and continue করুন

তারপর এই রকম পেজ আসবে hourly rate এ দিবেন আপনার কাজে ঘন্টা প্রতি রেত কত। ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পারবেন আপনার সেই কাজের প্রতি মানুশ কত করে নেয়।তারপর যা চেয়েছে তা দিয়ে save করে নিবেন কাজ শেষ☺তবে সব তথ্য ঠিকঠাক দেয়াই ভাল তাই আসল তথ্য দিবেন।
কোনো সমস্যা হলে কমেন্ট করুন আর শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।

upwork account খোলা দেখতে এখানে ক্লিক করুন


No comments:

Post a Comment

skrill account link

click here